বিজিবি দিবসের দুই দিনের কর্মসূচি শুরু রোববার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১ | ১০:৪৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ | ১০:৪৭
আগামী রোববার থেকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ 'বিজিবি দিবস-২০২১' উপলক্ষে দুইদিন ব্যাপী নানা কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দিন রোববার সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অভিবাদন গ্রহণ এবং ভাষণ প্রদান করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
অনুষ্ঠানের প্রথম দিন প্রধানমন্ত্রী পিলখানায় নবনির্মিত 'সীমান্ত সম্মেলন কেন্দ্র' আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এছাড়াও এ দিন মোটর শোভাযাত্রা এবং 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন' উপলক্ষে সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিংসহ ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সোমবার সকাল ৮টায় বিজিবি মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন এবং এরপর তিনি পিলখানাস্থ 'সীমান্ত গৌরব' এ মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯টায় পিলখানা সদরদপ্তরে নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। দরবার শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদানসহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিজিবি সদরদপ্তর জানায়, বিজিবি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো 'জয়েন্ট রিট্রিট সিরিমনি' অনুষ্ঠিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- বিষয় :
- বিজিবি
- বিজিবি দিবস
- বিজিবি দিবসের কর্মসূচি