ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি ফসিউল্লাহ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি ফসিউল্লাহ

মো. ফসিউল্লাহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ০৮:০৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) এবং পেট্রোবাংলা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসিউল্লাহ আর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান এবং রাজউকের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নূর আলমকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন।

চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ এস্টেট অফিসার, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৩০ ডিসেম্বর রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সাঈদ নূর আলম রাজউক চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রুহুল আমীনের গত ১ জানুয়ারি থেকে অবসরোত্তর (পিআরএল) ছুটি মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে অবসরে যাওয়ার সুবিধার্থে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।



আরও পড়ুন

×