ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হজ নিবন্ধনের নামে প্রতারণা

হজ নিবন্ধনের নামে প্রতারণা

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৩৫

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তারের কারণে হজের নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু থেমে নেই প্রতারক চক্র। হজ নিবন্ধনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। মোবাইল ফোনে কল করে কিংবা খুদে বার্তা পাঠানোর মাধ্যমে তারা মানুষকে হজের কথা জানাচ্ছে। অনেকেই সরল বিশ্বাস করে তাদের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ে ভুক্তভোগীদের করা অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেনের কাছ থেকে হজে নিবন্ধনের জন্য এক ব্যক্তি ফোন করে। এ জন্য তার কাছে আট হাজার টাকা দাবি করে। পরে তিনি বিষয়টি তার স্বজনদের মাধ্যমে যাচাই করেন। তখন জানতে পারেন, তার সঙ্গে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

এ ধরনের প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতারকদের মোবাইল নম্বর শনাক্ত করে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ প্রায় ৩০টি দপ্তর ও সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ওই চিঠিতে জানানো হয়, হজ নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। নিবন্ধন কার্যক্রম শুরু হলে সবাইকে জানানো হবে। সুতরাং নিবন্ধনের কথা বলে কেউ টাকা চাইলে তা এড়িয়ে চলতে হবে। এ ধরনের লেনদেনের জন্য কোনো ব্যক্তি ফোন করলে বা প্রস্তাব দিলে বিষয়টি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে (০১৭২০২০৯৫৯৯) যোগাযোগ করার পাশাপাশি নিকটস্থ থানাকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এখন ধর্ম মন্ত্রণালয় থেকে হজের নিবন্ধন-সংক্রান্ত কোনো কাজের অনুমোদন দেওয়া হয়নি। তবে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। কিন্তু হজে নেওয়ার কথা বলে কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে এখনও সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হয়নি। বহির্বিশ্ব থেকে হজের সুযোগ মিলবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। গত দু'বছর শুধু সৌদি আরবে অবস্থানকারীরাই হজের সুযোগ পেয়েছেন। করোনা পরিস্থিতি দেখে হয়তো কিছুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরব।

আরও পড়ুন

×