ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রতিক্রিয়ায় ডা. জাফরুল্লাহ

সরকার সঠিক কাজ করেছে, মেনে নিন

সরকার সঠিক কাজ করেছে, মেনে নিন

ডা. জাফরুল্লাহ চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৩:৩১ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৮:৪৪

সার্চ কমিটিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অনেক দিন পর সঠিক কাজ করেছে। আশা করি, তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং তিনি তার দায়িত্ব পালন করে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। সব বিরোধী দলকে বলব, তাকে মেনে নিন।

কাজী হাবিবুল আউয়ালের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, কাজী হাবিবুল আউয়ালের নাম আমি প্রস্তাব করেছিলাম। নাম প্রস্তাব করার আগে তার সঙ্গে আমার কোনো আলাপ হয়নি। ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি সৎলোক। তিনি খারাপ করবেন না।

তিনি বলেন, নির্বাচন কমিশনে আরও যারা আছেন, তাদের নিয়ে সিইসি ভালো কিছু করতে পারলে যে সংকট এখন চলছে, তা থেকে হয়তো আমরা বের হতে পারব।

কোন বিবেচনায় কাজী হাবিবুল আউয়ালের নাম তালিকায় দিয়েছিলেন- এমন প্রশ্নে তিনি বলেন, তার পরিবার ও অতীত বিবেচনা করে মনে হয়েছে তার ওপর আস্থা রাখা যায়।

গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছিলেন, তারা হলেন- সিইসি হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন

×