ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তারুণ্য জাগলেই দেশ দাঁড়াবে

তারুণ্য জাগলেই দেশ দাঁড়াবে

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৫৯

সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাই

মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ, তরুণবান্ধব পরিবেশ, যথেষ্ট কর্মসংস্থান, শিক্ষার মানের উন্নয়ন চাই। দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব বিষয়ই পূরণ হবে এ প্রত্যাশা করি। সুন্দর আগামীর বাংলাদেশে সব সময়ের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।  সমূলে সংস্কার হোক, স্বাধীন স্বৈরাচারমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার সক্রিয় অংশগ্রহণ একান্তই কাম্য।  তারুণ্যের এই জয়গান যেন না ভুলি সবাই। একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ চাই। 

ইয়াসিন আরেফিন চৌধুরী 
সমন্বয়ক, বৈষম্যবিরোধী আন্দোলন 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

নতুন করে দেশ 
গড়তে চাই

সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের মূল হাতিয়ার তারুণ্যের শক্তি। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।  স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে অন্যায়, নৈরাজ্য আর অপশাসনের বিরুদ্ধে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তারুণ্যের একতা, ন্যায়নীতি ও দেশপ্রেম। দুর্নীতির দুষ্টচক্রে দীর্ঘদিন থেকেই ঘুরপাক খাচ্ছে আমাদের বাংলাদেশ।  সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া এই দুর্নীতির বিষবাষ্প রুখে দিতে তারুণ্যের বিকল্প নেই। কেননা তারুণ্যের বজ্রকণ্ঠ, সমাজের সর্বস্তরের মানুষের চেতনা শক্তি, সাহস ও মনোবল বৃদ্ধি করে। তারুণ্যের এই অপ্রতিরোধ্য শক্তিই আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। 
এস আর শাহিন
কুড়িগ্রাম সরকারি কলেজ


স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি

দেশে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা করতেই বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা দরকার। দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে করতে হবে অবাধ ও রাজনৈতিক প্রভাবমুক্ত।  সবার আগে গণতন্ত্র সুসংহত করা জরুরি। নির্বাহী বিভাগ শাসনের নামে শোষণ নয়, বরং জনগণের সত্যিকারের সেবকের ভূমিকা পালন করবে।  বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহির বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধির পথে আরও একধাপ এগিয়ে যাক আমাদের বাংলাদেশ।
মোমেনা আক্তার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রিয় বাংলাদেশ
নিয়ে অনেক স্বপ্ন 


একটি জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করে।  শক্ত হাতে আমরা সবাই দুর্নীতি প্রতিরোধ করব। 
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি সব ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাত্র রাজনীতি কাজ করবে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের একটি নতুন ধাপে আমরা পদার্পণ 
করেছি।   
আগামীতে আমি এমন একটি বাংলাদেশ চাইব, যেখানে মানুষ পাবে ন্যায়বিচার, বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, ছাত্ররা পাবে সৃজনশীল আর বিজ্ঞানসম্মত শিক্ষা। সাধারণ মানুষ ঘুষ, দুর্নীতি আর বৈষম্য থেকে মুক্ত হয়ে সব অধিকার ভোগ করবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক স্বাধীন ও নিরাপদভাবে বাস করতে পারবে।  v

মো. তাওফীকুল ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গ্রন্থনা : মারুফ মজুমদার/মো. রাফছান/ জোবাইদুল ইসলাম

আরও পড়ুন

×