ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ০১:১৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ০১:১৭

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। আজ সোমবার সকালে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন জেয়াসমিন আক্তার খাদিজা (২৫) ও তার স্বামী আবদুল করিম লিটন (৩০)। তারা যথাক্রমে ভোর পাঁচটা ও সকাল আটটায় মারা যান। তাদের শিশু কন্যা ফাতেমার শরীর ৩৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন। তিনি জানান, আবদুল করিমের শরীরের ৫৪ শতাংশ এবং স্ত্রী জেয়াসমিন আক্তারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 

গত বৃহস্পতিবার ভোররাতে যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাসার গ্যাস সিলিন্ডারের আগুনে থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে শিশু, দম্পতিসহ তিনজন দগ্ধ হন। 

খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, মাতুয়াইল আরাবাড়ি বটতলা এলাকায় চারতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবদুল করিম। ভোররাতে খাদিজা সাহ্‌রি রান্নার জন্য গ্যাসের চুলায় ম্যাচ জ্বালালে হঠাৎ সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়। এতে সবাই দগ্ধ হন। তাদের ধারণা, হয়তো গ্যাসের লিকেজ থেকে ঘটনাটি ঘটতে পারে।

আবদুল করিম পেশায় মুদিদোকানি। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার বোনকোলা রাঘবপুর গ্রামে।

আরও পড়ুন

×