তরুণীকে লাঞ্ছনার বিচার চায় বাম প্রগতিশীল নারী সংগঠনগুলো

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২২ | ০৮:০৭ | আপডেট: ২৩ মে ২০২২ | ০৮:০৭
নরসিংদীতে পোশাক পরা নিয়ে তরুণীকে লাঞ্ছনার বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রগতিশীল নারী সংগঠনগুলো।
নেতারা বলেছেন, একজন কী পোশাক পরবে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। অন্য কারও অধিকার নেই সে বিষয়ে কিছু বলার। মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী ও তাদের মদদদাতা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল নারী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে ও নারীমুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক তৌফিকা লিজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আশা আক্তার, বিপ্লবী নারী ফোরামের আমেনা বেগম, গার্মেন্ট ঐক্য ফ্রন্টের শবনম ফেরদৌসী প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা বলেন, সমাজে নারীর কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্রের কোথাও মানুষের ন্যূনতম অধিকার নেই। স্বাধীনভাবে চলাফেরা দূরের কথা নিজের অধিকারের কথাই বলতে পারছে না। নাগরিকের এই অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।