ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তুলে নেওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ছাড়া পেলেন অধিকারকর্মী মিজানুর রহমান

তুলে নেওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ছাড়া পেলেন অধিকারকর্মী মিজানুর রহমান

নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ জুন ২০২২ | ২৩:৪৪

রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার প্রেক্ষাপট নিয়ে টেলিভিশনে বক্তব্য এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমানকে গতকাল বৃহস্পতিবার তুলে নেয় পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মিজানুরকে তুলে নেওয়ার বিষয়ে প্রথমে লুকোচুরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ১১টায় জুরাইন থেকে ধরে নিয়ে যাওয়ার পর প্রথমে শ্যামপুর থানা জানায়, তারা মিজানুরকে আটক করেনি। ডিবিও অস্বীকার করে প্রথম পর্যায়ে। জিজ্ঞাসাবাদ শেষে সাড়ে ৫ ঘণ্টা পর বিকেলে তাঁকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ওয়াসার এমডিকে 'ময়লা পানির চা খাওয়ার আমন্ত্রণ' জানিয়ে আলোচনায় আসেন জুরাইনের বাসিন্দা ও নাগরিক অধিকার নিয়ে সোচ্চার মিজানুর। তিনি কয়েক বছর ধরে পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করে আসছেন। গত মঙ্গলবার জুরাইনে হামলার ঘটনায় পুলিশের প্রতি বিরূপ মন্তব্য করে গণমাধ্যমে কথা বলেছিলেন তিনি। এ ছাড়া ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। ওই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের এক কর্মকর্তা জানান, পুলিশের ওপর হামলার ঘটনার পর মিজানুর রহমান টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। তিনি পুলিশের চাঁদাবাজি নিয়ে কথা বলেন। টেলিভিশনে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তোলেন তা ভিত্তিহীন ছিল। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলের তথ্য জানার জন্য তাঁকে ডেকে আনা হয়েছিল। তাঁকে আটক বা গ্রেপ্তারের জন্য আনা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে চলে যান তিনি।

গতকাল সন্ধ্যায় মিজানুর সমকালকে বলেন, তাঁকে ধরার পর প্রথমে শ্যামপুর থানায় নেওয়া হয়েছিল। থানায় নেওয়ার পর একজন নাগরিকের সঙ্গে যে ধরনের আচরণ করা উচিত সেটা করা হয়নি। তাঁর ব্যবহূত মোবাইল ফোন থানা পুলিশ রেখে দেয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে ঘটনার সময়ের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফ উদ্দিন বলেন, জুরাইনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে মিজানুরকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে কিছু বিষয়ে জানতে চেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন

×