ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত, আহত দুই সন্তান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত, আহত দুই সন্তান

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২ | ১০:২৪ | আপডেট: ১৬ জুন ২০২২ | ১০:২৪

রাজধানীর হাইকোর্ট মাজারের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সন্তানও।

বিমানবাহিনীর কর্মকর্তার নাম শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৫০)। তিনি বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন মাকসুমুল। বুধবার সকালে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন। এসময় মেয়ে রাজমী জাহান রাফা (১৩) ও ছেলে তানভির হোসেনকে (৯) সঙ্গে নেন। তাদের বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তার। ছেলে-মেয়ে দুটি ওই স্কুলের শিক্ষার্থী।

কিন্তু মোটরসাইকেলটি নিয়ে হাইকোর্টের সামনে যেতেই একটি ড্রাম ট্রাক একে ধাক্কা মারে। এতে দুই সন্তানসহ মাকসুমুল গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মাকসুমুলের মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) কামাল মুন্সী বলেন, ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×