ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ০১:৪৫ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ০১:৪৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গরুবাহী একটি ট্রাকের ধাক্কায় রতন হোসেন (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব আহম্মেদ পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কনস্টেবল রতন বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

দুর্ঘটনা প্রসঙ্গে মুজিব আহম্মেদ বলেন, রতন মোটরসাইকেলে ছিলেন। তাকে গরুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রতনের মৃত্যু হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×