গার্ডার চাপায় প্রাইভেটকার
হঠাৎ হঠাৎ কেঁদে উঠছে নবদম্পতি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ১১:০৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ১১:০৩
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়া বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়া প্রাইভেটকারে থাকা নবদম্পতি জীবিত আছেন। তবে, এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন এ তথ্য জানান।
তিনি বলেন, আহত নবদম্পতি হৃদয় (২৪) ও রিয়া মনি (২১) উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। তারা তাদের স্বজনদের মৃত্যুর খবর জানেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদয়ের ডানপায়ে আঘাত লেগেছে। তবে, রিয়া মনির কোথাও আঘাত লাগেনি। তারা ট্রমার মধ্যে আছেন এবং হঠাৎ হঠাৎ কেঁদে উঠছেন।
এর আগে সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে প্রাইভেটকারটি চাপা পড়ে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন জানিয়েছিলেন, 'ক্রেন বেঁকে ফ্লাইওভারের গার্ডার পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে।'
এরপর এক্সভেটর দিয়ে গার্ডারটি সরানো হয় এবং এরপর বাস থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।