বিয়ের ১০ মাসের মাথায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৯
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী শাওন প্যাদা (২০) খুন হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সুমাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বনানী থানার এসআই আব্দুল কাদির রাশেদ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের ঝগড়া হত। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও তাদের ঝগড়া হয়। এ সময় সুমাইয়া ঘরে থাকা ছুরি নিয়ে শাওনের পেটে আঘাত করেন। এতে রক্তাক্ত হয়ে পড়ে যান তিনি।
তিনি আরও জানান, পরে শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা শাহিনুর আক্তার বাদী হয়ে সুমাইয়া ও তার শাশুড়ির বিরুদ্ধে বনানী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের খালা রেমিজা আক্তার বলেন, শাহনাজ নামের এক নারীকে বিয়ে করেন প্রথমে বিয়ে করেন শাওন। ওই ঘরে জিহাদ নামে দুই বছরের একটি ছেলে রয়েছে। ১০ মাস আগে সুমাইয়াকে দ্বিতীয় বিয়ে করে তার সঙ্গে সংসার করছিলেন।