ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খিলগাঁওয়ে স্বামীর ‘ছুরিকাঘাতে’ স্ত্রী নিহত

খিলগাঁওয়ে স্বামীর ‘ছুরিকাঘাতে’ স্ত্রী নিহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০০:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০১:০০

রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় ছুরিকাঘাতে খুকি বেগম (৪৫) নামের এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী আবুল হাশেমকে আটক করেছে পুলিশ। 

খুকির বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়গরী গ্রামে। তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করতেন। তিনি তিন সন্তানের মা ছিলেন।

জানা যায়, খুকি সপরিবার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় থাকতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্বামী হাশেমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে হাশেম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে রাত পৌনে ২টার দিকে স্বজনরা তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম সমকালকে বলেন, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তারকৃত আবুল হাশেম সন্দেহ বাতিকগ্রস্ত। স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে সন্দেহে তিনি প্রায়ই কলহে লিপ্ত হতেন। 

ওসি বলেন, গতকাল মঙ্গলবার রাতেও তেমনই কলহের একপর্যায়ে তিনি স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছেন। তাকে আজ আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×