সাকা পুত্রের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকায় সমাবেশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ১২:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ১২:১৮
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের বক্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ' আখ্যায়িত করে এর প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে নাগরিক সংগঠন গৌরব '৭১। শনিবার শাহবাগের প্রজন্ম চত্বরের এই সমাবেশে বক্তারা হুম্মাম কাদেরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানান।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম বলেন, শাহবাগ দাবি আদায়ের চত্বর। এই চত্বরে দাঁড়িয়ে আগে আমরা বলেছিলাম- ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। আজও এই চত্বরে দাঁড়িয়ে বলতে চাই- অবিলম্বে হুম্মাম কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।
বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল বলেন, বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার জন্যই সাকা চৌধুরীর ছেলে হুংকার দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, প্রশিক্ষণ জমা দেইনি।
সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান রোমেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি আসলাম সানি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, গৌরব '৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, যুব মহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, আফসানা ফেরদৌস কেকা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।