ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি

পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৩০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৩০

রূপরেখা ঘোষণা করে দ্রুত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি রেং ইয়ং ম্রোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগদীশ চাকমার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেন, 'পার্বত্য চুক্তি পাহাড়ে বসবাসকারীদের শান্তির জন্য করা। কিন্তু কিছু দালালের হরতাল, বিক্ষোভে সরকার চুপ করে আছে। সরকার চায় না এটি বাস্তবায়ন হোক।'
হুঁশিয়ারি দিয়ে সাবেক এই এমপি বলেন, 'পাহাড়ের মানুষকে জন্তু-জানোয়ার ভাববেন না। তাঁরাও এ দেশের নাগরিক। তাঁদেরও সমভাবে বিকাশের সুযোগ করে দিতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্রের সত্তা মেনেই আমরা চুক্তি করেছি। সেই চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।'
সমাবেশে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক অংশৈসিং মারমা, আদিবাসী যুব ফোরামের দপ্তর সম্পাদক মনিরা ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।

আরও পড়ুন

×