ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রথম বর্ষেই বৈধ সিট ব্যবস্থার দাবি ছাত্র ফেডারেশনের

প্রথম বর্ষেই বৈধ সিট ব্যবস্থার দাবি ছাত্র ফেডারেশনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৫:৫০

মেট্রোরেলসহ দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের গণরুম-গেস্টরুম নির্যাতন বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকেই সব শিক্ষার্থীর জন্য বৈধ সিটের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শহীদ আসাদ দিবস উপলক্ষে সংগঠনের এক সমাবেশে বক্তারা এসব দাবি জানান। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেন, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাদসহ ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশকে বর্তমান সরকার খাদের কিনারায় নিয়ে গেছে। দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভয়াবহ খাদে পড়েছে। জনগণের ভোটাধিকার না থাকায় তারা নূ্যনতম জবাবদিহিতার মধ্যে আসছে না। কর্তৃত্ববাদী শাসন দেশের সব মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে। ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট করছে। এ সময় জনগণের ভোটাধিকার, শিক্ষা ও কাজের দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মশিউর রহমান খান রিচার্ড বলেন, 'বর্তমানে সরকারের কথিত স্মার্ট বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। তাদের হাতে লেগে আছে বিশ্বজিতের রক্ত, লেগে আছে আবরারের রক্ত। বর্তমান সরকারের পতন ঘটিয়ে এ দেশের মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করব।'
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান ও ফাতেমা রহমান বীথি, সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী এবং ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক।

আরও পড়ুন

×