ট্রাকের ধাক্কায় আহত সাইকেল আরোহীর মৃত্যু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ১২:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ | ১২:০৭
রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় আহত সাইকেল আরোহী মহসিন রেজা (৪৫) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে তার মৃত্যু হয়। এর আগে শনিবার গভীর রাতে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
খিলগাঁও থানার এসআই আজিজ হক ভুঁইয়া জানান, শনিবার রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় খিলগাঁও উড়ালসড়কের নিচে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পল্টনের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন মহসিন। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের গোড়ানে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
মৃতের সহকর্মী জহিরুল ইসলাম জানান, কর্মস্থল পল্টন থেকে সাইকেল চালিয়ে খিলগাঁওয়ের বাসার উদ্দেশে যাচ্ছিলেন মহসিন। পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।