গ্রিল কেটে চুরি, উদ্ধার হলো ১১ ফোন

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১০ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মধ্যরাতে রাজধানীর কদমতলী এলাকায় এ অভিযান চালায় ডিবি উত্তরা বিভাগ। এ সময় ১১টি চোরাই মোবাইল ফোন, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গত বছরের ২৭ অক্টোবর রাতে যাত্রাবাড়ীতে একটি বাসার জানালার গ্রিল কেটে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরিতে জড়িত আল আমিনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অভিযান চালিয়ে পরে তাকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- রাজধানী
- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
- ডিবি)