ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অরিনের চিত্রকর্ম প্রদর্শনী শুরু

নানা রঙে জীবন্ত শিল্পের ক্যানভাস

নানা রঙে জীবন্ত শিল্পের ক্যানভাস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫২

মহামারি করোনা কেড়ে নিয়েছে দাদী বানু বেগমকে। এ ভাইরাসে প্রাণ গেছে প্রিয় বন্ধু ত্রিলয়ের। এই শোক কাটিয়ে উঠতে গণমাধ্যমকর্মী সাদিয়া আফরিন অরিন বেছে নিয়েছেন আঁকাআঁকি। আর ক্যানভাসে প্রধান উপজীব্য হিসেবে তুলে ধরেছেন নিজের ভেতরের ক্ষতকে। পছন্দের রঙ নীলের ব্যবহারে জীবন্ত করে তুলেছেন প্রতিটি শিল্পকর্ম। উজ্জ্বল সব রঙ, অপরাজিতাসহ বাহারি ফুলে মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি এভাবেই ফুটে উঠেছে সাংবাদিক অরিনের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী 'দ্য বিগিনিং'য়ে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর এশিয়াটিক সেন্টারের আলী যাকেরের স্মৃতিবিজড়িত 'বাতিঘর : স্মৃতিতে স্মরণে আলী যাকের' গ্যালারিতে শুরু হয়েছে তিনদিনের একক চিত্রকর্ম প্রদর্শনী। মঙ্গলদীপ ফাউন্ডেশন এ আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী ও এশিয়াটিক থ্রিসিপটির কো-চেয়ারপারসন সারা যাকের। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী অরিনের মা আয়েশা সিদ্দিকা, বাবা কর্নেল (অব.) শরীফ ওয়ালিয়ুর রহমান, স্বামী শেখ সাদ রেদোয়ান, প্রদর্শনীটির তত্ত্বাবধায়ক চিত্রশিল্পীর সহপাঠী ও আর্টিস্ট মেহবুবা মাহজাবীন হাসান প্রমুখ। প্রদর্শনীটি শনিবার পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চিত্রকর্মগুলো দেখতে পারবেন। এতে স্থান পেয়েছে শিল্পীর দুই বছরে আঁকা ২০টি চিত্রকর্ম।

উদ্বোধনী বক্তব্যে সারা যাকের বলেন, শিল্পী অরিনের আঁকা প্রতিটি শিল্পকর্মই জীবন্ত হয়েছে নানা রঙের ব্যবহারে। বাতিঘরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পেশায় সাংবাদিক অরিন এক যুগ ধরে কাজ করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। চিত্রকর্ম নিয়ে তিনি বলেন, প্রতিটি ছবিতে তিনি মানসিক অবস্থার অভিব্যক্তি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রদর্শনীতে স্থান পাওয়া উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো হলো- অপরাজিতা, মুন বাথ, দ্য ওমব, আউটকাম অব অ্যা ট্রমা, রিফিউজ, হেলিং, কারেজ ইত্যাদি।

অরিনের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী হতে যাচ্ছে নারী সহায়তা সংগঠন শান্তিবাড়িতে। লালমাটিয়ায় অরিনের এ প্রদর্শনী চলবে আগামী ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন

×