‘দেখাও আলোর পথ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৮
কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো মরমী কবি ফেরদৌসী আখতার আঁখির প্রথম কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। অনেকগুলো কবিতার সমন্বয়ে এই কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে ‘দেখাও আলোর পথ’। এই কাব্যগ্রন্থে রয়েছে আধ্যাতিকতা ও বাস্ততার সমন্বয় ও মেলবন্ধন।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বইয়ের প্রকাশনা উৎসবে কবি ফেরদৌসী আখতার আঁখি বলেন, এই কাব্য গ্রন্থের একটি কবিতাও যদি মহান সৃষ্টিকর্তা গ্রহণ করেন তাহলে তার এই বই লেখা ও প্রকাশ সফলতা পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী গবেষক ও চিন্তাবিদ শাহ্ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের প্রকাশক সাহিত্যিক আবুল কালাম আজাদ।
গ্রন্থের বিষয়ে মূল আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক, সংগঠক মোহাম্মদ এমদাদুল হক।
মুন্সী রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, পদার্থবিজ্ঞানী ও লেখক ড. রানা চৌধুরী, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রেজাউল হায়দার ফিরোজ, গণমাধ্যম ব্যক্তিত্ব রাজীব খান।
বক্তারা এ সময় ব্যতিক্রমধর্মী এবং আধ্যাতিকতা ও বাস্ততার অসাধারণ সংমিশ্রণে এই কাব্যগ্রন্থ ‘দেখাও আলোর পথ’ প্রকাশের জন্য মরমী কবি ফেরদৌসী আখতার আঁখির প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান।
- বিষয় :
- প্রকাশনা উৎসব
- দেখাও আলোর পথ
- কাব্যগ্রন্থ