ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০৫:০১ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৫:৪৩

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল পৌনে ৮টার দিকে একটি বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানায় পুলিশ। 

এ অবরোধের ফলে রাস্তার দু'পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী যাত্রীদের। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, একটি বাসের ধাক্কায় এক কর্মী আহতের ঘটনার পর ওই পোশাক কারখানার কর্মীরা সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন। ফলে সড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন।

তিনি জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×