ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকায় ফ্লাইওভারের খুঁটিতে নান্দনিক চিত্রকর্ম

ঢাকায় ফ্লাইওভারের খুঁটিতে নান্দনিক চিত্রকর্ম

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১২:৫৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:১১

অনাকাঙ্ক্ষিত পোস্টার লাগানো ও বিভিন্ন বিজ্ঞাপন সংবলিত লেখা বন্ধ করতে রাজধানীর ফ্লাইওভারের খুটিগুলোতে চিত্রকর্ম আঁকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রথমে মগবাজার ফ্লাইওভারে এ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইওভার ও মেট্রো রেলের খুটিতেও চিত্রকর্ম করা হবে। আজ সোমবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মগবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহরের উড়াল সড়কের পিলারগুলোতে তাকালে দেখা যায় যত্রতত্র পোস্টার লাগানো, অমুক ভাই সালাম নিন,  তমুক ভাই এগিয়ে চলুন, ভাই আপনি নেতা হবেন, আমরা আপনার পেছনে আছি- এসব লেখা পোস্টারে ভরা। যত ধরনের তেলবাজি, পাম-পট্টি সব পোস্টারের মাধ্যমে করা হচ্ছে। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই এগুলো বন্ধ করুন। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেল হবে, জরিমানা হবে।’

এই আর্ট যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে জনসচেতনতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, ‘যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরের দৃশ্য দূষণ করছি। আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। আমরা সিটি করপোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় মেসেজ দেয়া হবে। বিখ্যাত চিত্রশিল্পীদের এই গ্রাফিতি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। মগবাজার ফ্লাইওভারে শুরু করেছি। পর্যায়ক্রমে বাকি ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারেও চিত্রকর্ম আঁকা হবে।’

ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোরও ঘোষণা দেন মেয়র।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মিতু আক্তার, নাজমুন নাহার হেলেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×