হাজারিবাগ থেকে বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১৪:৫৫ | আপডেট: ১৮ মে ২০২৩ | ১৫:২২
রাজধানীর হাজারীবাগ থেকে বুয়েট শিক্ষার্থী রাকিবুল হোসেন রাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হতাশা থেকে রাফি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইসহাকের ছেলে ও বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, বুধবার রাতে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে রাফি তার রুমে ঘুমায়। পরে সকালে রুমের দরজা না খোলায় জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে বেলা ১১টার দিকে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, হতাশা থেকে রাফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই প্রকৃত কারণ জানা যাবে।