সবাই জানে লবণ ব্যবসায়ী, আড়ালে বিক্রি করেন ইয়াবা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৩ | ১৪:৩২ | আপডেট: ২১ মে ২০২৩ | ১৪:৩২
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গতকাল শনিবার রাতে গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে সাভারে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফয়েজ যাত্রীর ছদ্মবেশে বিভিন্ন যাত্রী ছাউনি ও গাড়িতে কৌশলে ইয়াবা বিক্রি করতেন বলেও জানান ওসি মহসীন।
তিনি আরও বলেন, এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু এর আড়ালে ইয়াবা বিক্রি করেন তিনি। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করেন। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।