বনানীতে রড পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ফাইল ছবি - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৩ | ০৮:০২ | আপডেট: ৩০ মে ২০২৩ | ১২:৫০
মঙ্গলবার বেলা ১টার দিকে রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত সোমবার রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়।
- বিষয় :
- বনানী
- কিশোরের মৃত্যু
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে