ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আইপিডির প্রশ্ন

বাসযোগ্যতায় ঢাকা কেন তলানিতে

বাসযোগ্যতায় ঢাকা কেন তলানিতে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৪:৪৬ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ১৪:৪৬

বাসযোগ্যতার দিক থেকে ঢাকার অবস্থান বারবার কেন নিচের সারিতে থাকছে, তার সঠিক কারণ নীতিনির্ধারকদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান শনিবার এক বিবৃতিতে বলেন, বিগত বছরগুলোতে ঢাকা শহরের উন্নয়নে ব্যয়বহুল অনেক প্রকল্প নেওয়া হয়েছে। তারপরও কেন ১৭৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৬তম?

বিবৃতিতে বলা হয়, আইপিডি মনে করে ঢাকাকে বাসযোগ্য করতে বিগত সময়ে বড় ধরনের বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিপরীতে নগরে সুশাসন, সেবা সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা, উন্নয়ন প্রকল্পগুলোর সমন্বয়, উন্নয়ন পরিকল্পনায় বাসিন্দাদের অংশগ্রহণের বিষয়কে কম গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা, নগরের উন্নয়নে এলাকাভিত্তিক সাম্যতা, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, যানজট, বায়ু-পানিসহ পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান বের করতে না পারলে ঢাকা বাসযোগ্য হবে না।

এতে আরও বলা হয়, ঢাকা বাসযোগ্য না হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত জনঘনত্বও দায়ী। ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ঢাকামুখী অভিগমন কমানো যাচ্ছে না। আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুসৃত বিকেন্দ্রীকরণ নীতিমালার কার্যকর বাস্তবায়ন কেন এতদিনেও করা গেল নাু সেই উত্তর নীতিনির্ধারকদেরই দিতে হবে।


আরও পড়ুন

×