ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিরাজুল আলম খান স্মরণসভা ২৯ জুলাই

সিরাজুল আলম খান স্মরণসভা ২৯ জুলাই

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৬:৫১

স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সদ্য প্রয়াত সিরাজুল আলম খান স্মরণে আগামী ২৯ জুলাই জাতীয় স্মরণসভা হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এ প্রতিষ্ঠাতাকে নিয়ে স্মৃতিচারণে ওই দিন বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা করবেন গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্মরণসভা আয়োজনে ইতোমধ্যে ‘সিরাজুল আলম খান স্মরণসভা জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। ২০১ সদস্যের এ কমিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে আহ্বায়ক, বাংলাদেশ জাসদের সভাপাতি শরীফ নুরুল আম্বিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং ভিপি কামাল উদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান দীর্ঘ রোগভোগের পর গত ৯ জুন রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

/এসআর/

আরও পড়ুন

×