শাহজালাল বিমানবন্দর
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন দুই ফ্লাইটের যাত্রীরা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৬:৫৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন দুটি উড়োজাহাজের যাত্রীরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ভুল নির্দেশনার কারণে বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি নভোএয়ারের উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অনুমতি ছাড়া বিমানের একটি ফ্লাইট রানওয়েতে ঢুকে পড়ার পর অবতরণের অনুমতি পায় নভোএয়ারের উড়োজাহাজ। ফলে দুই ফ্লাইটের মধ্যে সংঘর্ষ হতে যাচ্ছিল।
তবে শেষ মুহূর্তে নভোএয়ারের প্লেনটিকে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। দুই ফ্লাইটে কমপক্ষে সাড়ে ৪০০ যাত্রী ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- নভোএয়ার
- রানওয়ে