শ্যামলীতে মিছিল নিয়ে গাড়ি ভাঙচুর, পুলিশ ও আ.লীগ নেতাকর্মীদের ধাওয়া

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ০৭:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ০৯:৩৮
রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়কে তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার সোয়া ১টার দিকে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তবে গাড়িগুলো সেখান থেকে চলে যায়।
তৎক্ষণাৎ পুলিশ সদস্যরা এবং লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা ভাঙচুরকারীদের ধাওয়া করেন। রিং রোড ও ২ নম্বর রোড দিয়ে পালিয়ে যায় মিছিল ও ভাঙচুরকারীরা।
পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তবে তাদের নামপরিচয় জানায়নি।
ঘটনার সময় শিশু মেলার সামনে ছিলেন রাইডশেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালক মেহেদি হাসান সাদ্দাম। তিনি বলেন, ‘একটি মিছিল শ্যামলীর দিক থেকে হৃদরোগ হাসপাতালের দিকে যাচ্ছিল। তারা সড়কের পশ্চিম পাশে এসে একটি গাড়ি ভাঙচুর চালায়। পরে শ্যামলীর দিকে যায়, সেখানে একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের সংখ্যা কম ছিল।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত জামান বলেন, ‘শিশু মেলার সামনের সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনজনকে আটক করা হয়েছে। ঘটনা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
- বিষয় :
- শ্যামলী
- গাড়ি ভাঙচুর