কোনাপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১৩:০১ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ১৩:০১
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় খেলছিল শিশুরা। পরে ক্লান্ত হয়ে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে মো. সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম সমকালকে বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত সিয়াম। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা বাবলু মিয়া পেশায় রাজমিস্ত্রি। মঙ্গলবার সকালে শিশুটি মাদ্রাসা থেকে বাসায় ফেরে। এরপর এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। একপর্যায়ে তারা স্থানীয় শাহারিয়ার স্টিল মিলের পাশের পুকুরে গোসল করতে নামে। তখন সে ও অপর একটি শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাদের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সিয়ামকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। সে ছিল বাবা–মায়ের একমাত্র সন্তান।
এদিকে সাফিনুর বাবুকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতাল থেকে নেওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। শিশুটির মামাতো ভাই রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নূরজাহান। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।