ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেট্রোরেল ছাড়ল ৪০ মিনিট দেরিতে

মেট্রোরেল ছাড়ল ৪০ মিনিট দেরিতে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৬:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১০:৩২

মেট্রোরেল আজ সোমবার নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

এই বিলম্বের কারণ জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন জানান, ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে আজ সোমবার মেট্রোরেল নির্ধারিত সময়ের ৪০ মিনিট পরে চলাচল শুরু করেছে। 

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এর পর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। 

আরও পড়ুন

×