ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় তিনি বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

বুধবার সকাল ১১টার দিকে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিন ও ইউনিভার্সিটির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী। পরে উপাচার্য মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর অদম্য নেতৃত্বের কথা ও মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং তার দূরদর্শীতার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট উপাচার্য হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেন অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×