সুবিধাবঞ্চিত শিশুদের সংগীত শিক্ষায় সামিটের সহায়তা অব্যাহত

সামিট ও সুরের ধারার চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৫:৪২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৫:৪২
সুবিধাবঞ্চিত শিশুদের সংস্কৃতি পরিচিতির মাধ্যমে জীবনে সঠিক পথ প্রদর্শনের জন্য সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সামিট আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে। এই লক্ষ্যে সম্প্রতি ঢাকার সামিট সেন্টারে অনুদান চুক্তি সই হয়েছে।
চুক্তিপত্রে সই করেন সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন ও সুরের ধারার চেয়ারপারসন ও রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
সামিট গ্রুপের পরিচালক ও সিএসআর কমিটির সদস্য আজিজা আজিজ খান (এসিসিএ) বলেন, ‘সামিট গভীরভাবে বিশ্বাস করে, সর্বস্তরের শিশুদের সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়বে। এমএফডির সব মেধাবী শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাই, তাঁদের এই প্রচেষ্টার জন্য।’
সামিট এক যুগেরও বেশি সময় ধরে সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সহায়তা করে আসছে। এমএফডির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের সংগীতচর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও দেওয়া হয়। সামিটের সহায়তায় এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া অনেকে ইতিমধ্যে সফলভাবে স্নাতক শেষ করেছেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এমএফডি স্বেচ্ছাসেবক কোষাধ্যক্ষ তীব্র আলী, সামিটের পক্ষ থেকে সেলিম খান, চিফ অব লিগ্যাল কাউন্সিল কারিশমা জাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এ কে এম আসাদুল আলম সিদ্দিকী, সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) কর্নেল জাওয়াদুল ইসলাম (অব.) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-চেয়ারম্যানস অফিস লে. কর্নেল আবুল কালাম আজাদ (অব.) চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।