ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টির মেলা

রাজধানীতে অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টির মেলা

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ১৯:৪২

দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪’ শুরু হয়েছে। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

বুধবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খান। উদ্বোধক হিসেবে ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, শুধু প্রদর্শনীর জন্য নয়, কেউ চাইলে ৬৪ জেলার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমরা গর্ব এবং গৌরবের বিষয়গুলো আবিষ্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই। 

তিনি আরও বলেন, এই মিষ্টি মেলার মাধ্যমে যে শিল্পীরা মিষ্টি তৈরি করেন তাদেরকে চিহ্নিত করা ও শ্রদ্ধা জানানো অন্যতম কাজ বলে আমরা মনে করি। আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরও যে সব মিষ্টি জিআই হওয়া উচিত তা নিয়ে আমরা কাজ কররও। আশা করি মেলাটি সাফল্য মণ্ডিত হবে এবং প্রতি বছরই আমরা এ মেলার আয়োজন করবো।

মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ৬৪ জেলা থেকে ৬৪-এর অধিক মিষ্টি স্টল নিয়ে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বসবেন শিল্পীরা। এ ছাড়াও মেলায় প্রতিদিন বিকেল ৫টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা।

আরও পড়ুন

×