রাজধানীতে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ০২:১০ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ | ০২:১৩
রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি বালুবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটির চালক ভেতর আটকে আছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরানোর প্রক্রিয়া শুরু করেন।
ট্রাকের চাপায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও চালক জীবিত আছেন বলে জানান উদ্ধারকারীরা। তাকে বের করে আনার চেষ্টা চলছে।
- বিষয় :
- ট্রাকচাপা
- প্রাইভেটকার