ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে ৫ হিজড়া গ্রেপ্তার

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে ৫ হিজড়া গ্রেপ্তার

গ্রেপ্তার পাঁচ হিজড়া। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ০১:০২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ০৫:২৫

ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্তর এলাকা থে‌কে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস ক‌রে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাবলি (২৪), অপু আক্তার (৩০), রিয়া চক্রবর্তী (১৮), কেয়া মনি (২৪) ও রানু মণ্ডল (১৮)।

সন্ধ্যায় বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে জনসাধারণ, বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের কাছে থেকে টাকা আদায় ক‌রে আসছিল তৃতীয় লিঙ্গের সদস্যরা। টাকা না দি‌লে তাহারা যাত্রী‌দের আত্মীয়-স্বজ‌নের সামনে অ‌শ্লীল কথাবর্তাসহ খারাপ আচারণ ক‌রতো। চাঁদা দাবি করে হয়রারি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×