নগরবাসীকে পথে পথে পানি খাওয়াবে ডিএমপি

ডিএমপির পানি বহনকারী গাড়ি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১২:৩৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১২:৪০
ঢাকা মহানগর এলাকার ১০টি জায়গায় গাড়ি নিয়ে নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া পাঁচ থানা নিজ এলাকায় ট্যাংকের মাধ্যমে পানি পানের ব্যবস্থা করেছে। সোমবার সকালে ১৬ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্যাংকারের মাধ্যমে সুপেয় পানি নিয়ে ডিএমপির গাড়ি বের হয়েছে এসব এলাকায়।
ডিএমপির পানির গাড়ি মতিঝিল গোলচত্বর, পল্টন, গুলিস্তান মাজার, পুরাতন হাইকোর্ট ভবনের সামনে, ইউনিভার্সিটির ভেতর দিয়ে টিএসসি, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল, ফার্মগেট বাসস্ট্যান্ড ও সবশেষে কাওরান বাজার অবস্থান করবে।
এ সময় এমটি ও ওয়ার্কশপ থেকে দু’জন করে চারজন আলাদা পিকআপে সঙ্গে থাকবে। এসব জায়গায় কমপক্ষে এক ঘণ্টা করে নগরবাসীকে পানি সরবরাহ করা হবে। এছাড়া প্রত্যেক সদস্য সঙ্গে ছাতা নিয়ে থাকবেন। পানি পান করানোর সময় ছাতার ছায়ায় থাকার আহ্বান জানানো হয়েছে।
- বিষয় :
- ঢাকা মহানগর
- রাজধানী
- ডিএমপি
- পানি