শিক্ষার্থী মাহিনের মৃত্যু
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র তাপস

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ২২:৫৭
শিক্ষার্থী মাহিনের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। শুক্রবার সন্ধ্যায় মুগদায় মাহিনের জানাজা শেষে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্ধারিত গাড়িচালক গাড়িটা চালাচ্ছিলেন না। অন্য একজনকে টাকা দিয়ে গাড়িটি চালানো হচ্ছিল। এর আগেও এ ধরনের ঘটনায় জড়িত সবাইকে কর্মচ্যুত ও ছাঁটাই করা হয়েছে।
এ ধরনের ঘটনায় শাস্তি দেয়ার পরও কেন পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আসছে না– সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র বলেন, এটা দুঃখজনক। আরও এ রকম অবহেলা গাফলতি থাকতে পারে। এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুনঃসংস্কার করা হবে।