নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২২:৫৯
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনটিতে ফাটল ধরেছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
খিলক্ষেত থানার ওসি হুমায়ুন কবির সমকালকে বলেন, নিকুঞ্জ–২ এর ১৫ নম্বর সড়কের ১৪ নম্বর ভবনের দোতলায় বিকেল সাড়ে ৫টার দিকে বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। ওই তলায় ছেলেদের মেস রয়েছে।
ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চল–৩ এর উপ–সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় বিস্ফোরণে আহত একজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, ভবনের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভবনে ফাটল ধরায় আপাতত বসবাসের জন্য নিরাপদ নয়। এক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনের বিশেষজ্ঞ দলের মত নেওয়া প্রয়োজন।
- বিষয় :
- বিস্ফোরণ
- নিকুঞ্জ
- ফায়ার সার্ভিস