ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চার বছরে ৪০ বছরের কাজ শেষ করেছি: মেয়র তাপস

চার বছরে ৪০ বছরের কাজ শেষ করেছি: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২০:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত চার বছরে যে পরিমাণ উন্নয়ন করেছি, তা দেখতে চাইলে ২০ মিনিটের ভিডিওচিত্র দিয়ে হবে না, অন্তত দু’দিন লাগবে। ৪০ বছরের কাজ চার বছরে সম্পূর্ণ করেছি।

রোববার ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র হিসেবে চার বছরপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুরুতে চার বছরে উন্নয়নকাজের ভিডিওচিত্র দেখানো হয়।

কোনো ব্যর্থতা নেই, দুর্বলতা থাকতে পারে– জানিয়ে মেয়র তাপস বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে তিনটি রুটে ঢাকা নগর পরিবহন চালু করেছিলেন। তবে সচল ঢাকা নির্মাণে নতুন বিনিয়োগকারী না পাওয়ায় সেটি সম্ভব হয়নি।

সাবেক মেয়র সাঈদ খোকনকে ইঙ্গিত করে তাপস বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণ কাজটি মাঠ পর্যায়ে অত্যন্ত দুরূহ। তবে ২০১৯ সালের আগে কিংবা ২০২০ সালের মধ্যে মশা নিয়ে কেউ কর্মপরিকল্পনা নেননি, চিন্তাও করেননি; আমরা চার বছরে তা করেছি।’ তিনি বলেন, ‘আমাদের মশক নিধন কার্যক্রম নিয়ে এখন আর কেউ প্রশ্ন করেন না। আগে তো পদে পদে প্রশ্ন উঠত। তাই রোগী সংখ্যা কত হলো না হলো, সেটা নির্ণয়ের বিষয় না। বিষয় হলো কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনা। আমি ঢাকাবাসীকে সেবা দিতে পারছি কিনা।’

আরও পড়ুন

×