এমপি আজিম হত্যা
খুনিদের শাস্তি চেয়ে ঢাকায় মানববন্ধন জনপ্রতিনিধিদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন ঝিনাইদহ-৪ আসনের অধীনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। ছবি-সংগৃহীত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ০০:১০
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ওই আসনের জনপ্রতিনিধিরা। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ১২টি ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়ন শাখাসহ সহযোগী সংগঠনের নেতারা এ মানববন্ধনে অংশ নেন। এ দিন সকালে তারা কালীগঞ্জ থেকে রওনা হয়ে দুপুরে ঢাকায় পৌঁছে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার ছিলেন কালীগঞ্জ তথা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিদের নয়নের মনি। সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে নির্বাচনী এলাকার চার লাখ মানুষকে এতিম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, এমপি আনারের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। সরকারের সব আইন প্রয়োগকারী সংস্থা অবশ্যই খুনিদের আইনের আওতায় আনবে।
এ দিকে মানববন্ধন শেষে কালীগঞ্জের জনপ্রতিনিধি ও নেতারা সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগদলীয় কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, এমপি আনারের হত্যাকারীরা কেউ রেহাই পাবে না।’
এর আগে বিকেলে জনপ্রতিনিধি ও নেতারা আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমপি বি এম মোজাম্মেল হকের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, আওয়ামী লীগ নেতা ডা. রাশেদ শমশের, ঝিনাইদহ-৪ আসনের ১৩ জন ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রেসক্লাব
- এমপি আজীম
- মানববন্ধন