ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সম্মিলিত নাগরিক সমাজের সভা

সংকটে দেশের অস্তিত্ব, আত্মবিশ্লেষণ প্রয়োজন

সংকটে দেশের অস্তিত্ব, আত্মবিশ্লেষণ প্রয়োজন

ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০১:০১

কোটা সংস্কার দাবির আন্দোলন নিরসনে সরকারের ব্যবস্থাপনাগত ভুল ছিল বলে মনে করছেন বিশিষ্টজন। রাজধানীতে বুধবার এক আলোচনা সভায় তারা বলেছেন, আন্দোলন ঘিরে তৈরি সংকট সমাধানে সরকারের ভুল হয়েছে কিনা, তা নিয়ে আত্মবিশ্লেষণ প্রয়োজন।

দেশের অস্তিত্ব এখন সংকটের মুখে। আস্থার পরিবেশ তৈরি ছাড়া পরিস্থিতির উন্নতি হবে না। সংঘাতে কত প্রাণ ঝরে গেছে। সভায় প্রত্যেক মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ-বিরাজমান সংকট : উত্তরণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত নাগরিক সমাজ। সংগঠনের সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ছাত্রসমাজ যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছিল। কিন্তু তাদের কাছ থেকে তা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। সরকারকে আত্মবিশ্লেষণ করতে হবে, কেন এমন হলো? সরকারের কোথায় ভুল হয়েছে, আগেই পদক্ষেপ নেওয়া যেত কিনা, তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। নাগরিক সমাজের সঙ্গে সরকারের সম্পর্ক কারা ছিন্ন করল, তারও বিশ্লেষণ হতে হবে।

ছাত্র আন্দোলন থেকে নানামুখী সংকট দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট আছে। দেশের অস্তিত্বই এখন সংকটের মুখে। এ অবস্থায় সার্বিক আস্থার পরিবেশ সৃষ্টি করা দরকার। এ প্রক্রিয়া হতে হবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক। প্রশাসন ও বল প্রয়োগের ভিত্তিতে হলে হবে না। কারণ, বল প্রয়োগ জাতিকে এক করতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সেখানে নেতৃত্ব দিতে হবে শেখ হাসিনাকে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এম এ হামিদের সঞ্চালনায় সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশে এক প্রকার দুরবস্থা চলছে। ফলে দেশের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্তদের গত ১৫ দিন ধরে দেখা যাচ্ছে না। আলোচনা বা টকশোর জন্য ডাকলেও এখন তারা আসছেন না। ফোন করলে বলেন ব্যস্ত আছি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। সঠিক সময়ে ঠিক কাজ করতে পারছে না তারা। 

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের চেয়েও এখন দেশের অস্তিত্ব সংকটের কথা বেশি উঠছে। 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, ছাত্র আন্দোলন থেকে এমন কিছু ঘটতে পারে, তা সরকার কেন বুঝতে পারল না– পর্যালোচনা হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

×