‘একতার আলোয় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৬
একতার বাংলাদেশের উদ্যোগে গত ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘একতার আলোয় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জাতি, ধর্ম, বর্ণ ও বিশ্বাসের ঐক্যের নিদর্শন নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায়।
কর্মসূচি শুরু হয় গত রোববার দুপুর আড়াইটায়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর বিষয়ে একতার বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিক বলেন, একতার বাংলাদেশের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক দেশের রূপরেখা প্রণয়ন করা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, তার পরবর্তী সাময়িক সাম্প্রদায়িক অস্থিরতা ও রাজনৈতিক বন্যা পরিস্থিতিতে দেশের এ ক্রান্তিকালে সব চিন্তার মানুষকে একসঙ্গে কাজ করার অজস্র দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে। সবার লক্ষ্য কেন্দ্রীভূত হয়েছে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায়। সেই পাটাতনে দাঁড়িয়েই গণঅভ্যুত্থান ও তার পরবর্তী ক্যামেরাবন্দি কিছু ঐক্যের মুহূর্তকে সবার সামনে একই ছাদের নিচে তুলে ধরার জন্য এ আয়োজন।
গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন পরবর্তী আন্তঃসম্প্রদায় ও আন্তঃরাজনৈতিক সম্প্রীতি, সংহতি ও সংলাপের লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে ‘একতার বাংলাদেশ’। জনপরিসরে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ১৪ আগস্ট শাহবাগ মোড়ে ‘সম্প্রীতি সমাবেশ’ আয়োজনের মাধ্যমে। সেই কর্মসূচিতে দেশের সব প্রধান ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও প্রাজ্ঞ পণ্ডিতরা অংশ নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে তারা দেশে অস্থিতিশীলতা তৈরির অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনার তীব্র নিন্দা জানান এবং সেগুলো নিয়ে অপপ্রচার ও অপরাজনীতি করার চেষ্টার বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও দেশের প্রধান ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চিত্র প্রদর্শনী