ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবার মৃত্যু

আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবার মৃত্যু

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বাবলু মৃধা (৪৭) মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। পেশায় রাজমিস্ত্রী বাবুল গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রায় দেড় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাবুলের দুই ছেলের মধ্যে তালিব দনিয়া স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী; আর ছোট ছেলে মাহিনের বয়স মাত্র দেড় বছর। যাত্রাবাড়ীর দনিয়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন বাবুল। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে। 

বাবুলের ছেলে আবু তালিব জানায়, সে আন্দোলনে অংশ নিয়েছিল। ১৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তাকে খুঁজতে গিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়ার লাকি কমিউনিটি সেন্টারের সামনে তার বাবার গায়ে গুলি লাগে। পেছন থেকে তাঁকে গুলি করা হয়েছিল।

তালিব জানায়, তার বাবাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সরকার পতনের পর ১৮ আগস্ট নেওয়া হয় পিলখানা হাসপাতালে। সেখান থেকে ২২ আগস্ট তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

বাবলু মৃধার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন যাত্রাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান। তিনি বলেন, বাবলুর মৃত্যুর খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসেন তিনি।

আরও পড়ুন

×