ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিমের দাম বেশি নেওয়ায় দোকান বন্ধ

ডিমের দাম বেশি নেওয়ায় দোকান বন্ধ

রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ২২:২১

ডিমের অযৌক্তিক দাম নেওয়ার কারণে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের ভাই ভাই এন্টারপ্রাইজকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই বাজারে অভিযান চালানো হয়। 

কয়েক দিন ধরে অস্বাভাবিক দরে বিক্রি হচ্ছে ডিম। শুক্রবারও পাড়া-মহল্লার দোকানে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭৫ টাকা। যদিও কারওয়ান বাজারসহ বড় বাজারগুলোতে ১৬৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। দাম বাড়ার পেছনে সাম্প্রতিক বন্যায় উৎপাদন ব্যাহত, বর্ষায় ডিমের চাহিদা বৃদ্ধিসহ নানা কারণ সামনে আনছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাসংশ্লিষ্টদের অভিযোগ, নানা অজুহাতে ব্যবসায়ীরা ভোক্তাদের পকেট কাটছেন। এ অভিযোগের ভিত্তিতে ডিমসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর।
 
অভিযানের বিস্তারিত জানিয়ে আজ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিদিনই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। গতকালও ঢাকা মহানগরের কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর শাহ আলী মার্কেট এলাকায় ৫টি টিম অভিযান চালায়।

মিরপুর শাহ আলী মার্কেটে দেখা যায়, বিক্রেতারা পাকা ভাউচার দিচ্ছেন না এবং মার্কেটের ভাই ভাই এন্টারপ্রাইজে ১০০ ডিম কেনা হয়েছে ১২৬০ টাকায় অথচ বিক্রয় করা হচ্ছে ১৩২০ টাকায়, যা যৌক্তিক লাভের তুলনায় অনেক বেশি। 

শ্যামবাজারে পরিচালিত অভিযানে ভোক্তার অধিকারবিরোধী কাজের জন্য চার প্রতিষ্ঠানকে ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়। কারওয়ান বাজারে একটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০০০ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানসহ কর্মকর্তারা।

আরও পড়ুন

×