ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তাপস যেদিকে নজর দিয়েছে সেই দিকই ভস্মীভূত হয়েছে: আনু মুহাম্মদ

তাপস যেদিকে নজর দিয়েছে সেই দিকই ভস্মীভূত হয়েছে: আনু মুহাম্মদ

সোমবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শহীদ বেদিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছবি: সমকাল

জবি প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ০০:৩৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস যেদিকে তাকিয়েছে সেই দিকই ভস্মীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, অতীতে সাবেক মেয়র তাপস তার ক্ষমতার কাজে বাহাদুর শাহ পার্কের জায়গা ইজারা দিয়েছেন। তিনি যেদিকে নজর দিয়েছে সেই দিকই ভস্মীভূত হয়ে গেছে।

সোমবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শহীদ বেদিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

আনু মোহাম্মদ বলেন, পুরান ঢাকার মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা এই পার্ক। শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সারা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ এটি। কারণ ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রধান প্রতীক এই পার্ক। যেখানে সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছে। বর্তমানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, কথা ছিল এটা ইজারা দেওয়া হবে না। কিন্তু আবার দেওয়া হচ্ছে। পার্কটা অন্যরকম হতে পারত। এই পার্ক আমাদের গণঅভ্যুত্থানের সঙ্গেও যুক্ত। এই পার্ক দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই পার্ক সংরক্ষণ করা সংস্কার আন্দোলনের অংশ।

সমাপনী বক্তব্যে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, এর আগেও ইজারা বাতিলের দাবিতে সমাবেশ হয়েছে, নগর ভবন দখল ও স্মারকলিপি দেওয়া হয়েছে কোনো কাজ হয়নি। ছোট একটি জায়গায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের হাজার হাজার মানুষ এখানে বিশ্রাম নেয়, আমরা এটি দখল হয়ে যেতে দিতে পারি না।

প্রসঙ্গত, এর আগে ৫ আগস্টের পর গত সেপ্টেম্বরের ২৬ তারিখে ইজারা প্রদান শুরু করে সিটি কর্পোরেশন, ওই দিন জনগণের তোপের মুখে পালিয়ে যায় ইজারা গ্রহীতারা। এছাড়া আয়োজক পরিষদের পক্ষ থেকে গত ৮ অক্টোবর জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টা বরাবর ইজারা বন্ধে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

আরও পড়ুন

×