তুরাগে ছেলের হাতে মা খুন

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ২৩:৩৮
রাজধানীর তুরাগের বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম দিনু বেগম (৪০)। এ ঘটনায় তাঁর ছেলে মো. জিহাদকে (২৫) পুলিশ খুঁজছে।
তুরাগ থানার ওসি রাহাত খান জানান, জিহাদ মাদকাসক্ত। পরিবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করিয়েছে। এর পরও তিনি মাদক ছাড়তে পারেননি। রোববার ভোরে জিহাদ তা মাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের স্বামী নুরুল আমিন জানান, ভোরে দিনু রান্নাঘরে যান। তখন জিহাদ তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে গিয়ে স্ত্রীকে রক্তাক্ত দেখতে পান। ততক্ষণে জিহাদ পালিয়ে যায়। পরে দিনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল পেশায় দিনমজুর। তাঁর স্ত্রী দিনু বাসাবাড়িতে কাজ করতেন। দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে জিহাদ বড়। নুরুল বলেন, জিহাদ চার বছর ধরে মানসিক রোগে ভুগছে।