দুই শিফটে সড়ক পরিচ্ছন্ন করবে গুলশান সোসাইটি

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৮:০৬
গুলশানে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়িয়েছে গুলশান সোসাইটি। ৮৫ জন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে দুই শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে গুলশান সোসাইটির সিভিক সার্ভিসেস এন্ড ইউটিলিটিস কমিটি।
রোববার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।
পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে ওমর সাদাত বলেন, ‘এই পরিছন্নতা কার্যক্রম গুলশান সোসাইটির একার পক্ষে করা অসম্ভব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা চািই। আমরা সবাই সুনিশ্চিত করব আমরা নিজেরা যেন রাস্তায় ময়লা না ফেলি এবং অন্য কেউ যেন না ফেলে। আমরা গুলশানকে সিঙ্গাপুর করতে পারবো না। তবে আশা করি আগামী এক মাসের মধ্যে আমরা সকলে মিলে গুলশানকে ক্যান্টনমেন্টের পরিছন্নতার পর্যায়ে নিতে পারবো।’
অনুষ্ঠানে গুলশান সোসাইটি নির্বাহী কমিটির সদস্য এবং সিভিক সার্ভিসেস অ্যান্ড ইউটিলিটিস কমিটির কনভেনর আরাফাত আশওয়াদ ইসলাম এই কার্যক্রমের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করে বলেন, ‘আমরা গুলশানের রাস্তা পরিষ্কার-সংক্রান্ত অভিযোগ জানাতে একটি হটলাইন নম্বর স্থাপন করেছি। এটি চব্বিশ ঘণ্টা কাজ করে। আমরা গুলশানের প্রতিটি সড়ক পরিছন্নতার জন্য নতুন মান স্থাপনের লক্ষ্য নিয়েছি।’ সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সড়ক
- পরিচ্ছন্ন নগরী