কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশ
বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না: হান্নান মাসউদ

কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ২৩:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা হেফাজতের আন্দোলনের সময় বলেননি, এটা মুসলিমদের আন্দোলন। সাঈদীর গ্রেপ্তারের সময় তো বলেননি, মুসলমান নেতা গ্রেপ্তার হয়েছে। তাহলে, এখন চিন্ময় দাসকে কেন সনাতনী নেতা হিসেবে উপস্থাপন করেছেন? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোক এবং সম্প্রীতির সমাবেশে’র আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সমাবেশে হান্নান মাসউদ এসব কথা বলেন।
আব্দুল হান্নান বলেন, ইতিহাস লক্ষ করলে দেখবেন, ইসকনের উগ্রবাদীরা সিলেটে রথযাত্রায় হামলা করেছিল। কুড়িগ্রামে এই উগ্রবাদীরা গ্রাম থেকে সনাতনী ভাইবোনদের তাড়িয়ে দিয়ে দখল করেছিল। ইসকন মানেই সনাতনী নয়।
তিনি বলেন, চিন্ময় দাসের প্রতিটি প্রোগ্রামকে সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছে মিডিয়া। আপনারা কী করে এটা পারেন? চিন্ময় দাস মানে কি সনাতনী? তাহলে হাজার হাজার সনাতনী ভাইয়েরা যে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইসকন মানে সনাতনী নয়, এটা জঙ্গি সংগঠন। ইন্ডিয়াতে অধিকাংশ হিন্দুরা ইসকনের বিরোধিতায় রাজপথে নেমেছে। ইসকনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মমতাও বলেছেন, ইসকন জঙ্গিবাদ ছড়াচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যুটি একটি সেনসিটিভ বিষয়। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরতে চায়। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু তারা সংখ্যালঘু কার্ড আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে এ বিষয়টা সবসময় রাখতে চাইবে তারা। যাতে ভারত বা আওয়ামী লীগ এ সমস্যা নিয়ে রাজনীতি করতে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, নুসরাত তাবাসসুম, নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, জাহিদ আহসান, ইব্রাহিম নীরব, সিনথিয়া জাহিন আয়েশা, রফিকুল ইসলাম আইনী প্রমুখ।
- বিষয় :
- কেন্দ্রীয় শহীদ মিনার
- সমাবেশ