বিরিয়ানি খেয়ে মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ ১৮৮ জন হাসপাতালে

হাসপাতালে মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ ১৮৮ জন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০২:৩৭
পুরান ঢাকার বংশালের আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া মাদ্রাসায় বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন শিক্ষক-ছাত্রসহ ১৮৮ জন।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তারা। এর মধ্যে রবিউল ইসলাম ও এনামুল নামে দুই ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে সমকালকে জানিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।
অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দুপুরে জনৈক ব্যক্তি মাদ্রাসায় গরুর মাংসের বিরিয়ানি দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুপুরের খাবার তালিকায় মুরগির বিরিয়ানি থাকায় মাদ্রাসার সবাই রাতে বাইরে থেকে আসা সেই খাবার খান। এরপর শনিবার ভোরে মাদ্রাসাটির ১৫৫ জন ছাত্র, ১৪ জন শিক্ষক ও ১৯ জন কর্মচারী অসুস্থ হয়ে পরেন। সকাল থেকে তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সন্ধ্যায় মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহসহ ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে। জরুরি বিভাগের এক চিকিৎসক বলেছেন, খাবার থেকে ফুড পয়জনিং হয়ে এ অসুস্থতা হতে পারে।